Showing posts with label এক বেশ্যা অনায়াসে ভিতরমন্দিরে ঢুকে যায়. Show all posts
Showing posts with label এক বেশ্যা অনায়াসে ভিতরমন্দিরে ঢুকে যায়. Show all posts

এক বেশ্যা অনায়াসে ভিতরমন্দিরে ঢুকে যায়

অলোক রঞ্জন দাশগুপ্ত

বুদ্ধমন্দিরের দরজা বন্ধ হয়ে গেলে
এক বেশ্যা ঢুকে যায় পেছন-দুয়ার ঠেলে
দাঁড়ায় বৃদ্ধের ঠিক পাশে ;
দুটি দেবদারু দেয় দ্বারপ্রান্তে সযত্নে পাহারা
কেউ যেন বুঝতে না পায়,
শ্রমণ বুঝতে পারলে যাচ্ছেতাই হবে,
এই জেনে চত্বরের মাঝখানে ভূস্পর্শমুদ্রায়
জাপানি গাছের চারা শান্ত পরিবেশ এঁকে তোলে ;
গাছ, ফুল, শ্রমণের ঘন ঘুম যাকে
ভীষণ সাহায্য করে সে-নিষিদ্ধ নারী
বুদ্ধকে কী বলেছিল প্রচলিত ভিক্ষুর বিষয়ে?